চীনে তিন শতকের সাম্রাজ্যের গোড়াপত্তন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৮ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

চীনের মহাপ্রাচীরের পাশে দেশটির পতাকা। বর্তমান চীন বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে
ছবি: রয়টার্স

চীনে সুই সাম্রাজ্যের পতনের পর ক্ষমতায় বসেন তাং সম্রাটেরা। ৬১৮ সালের এই দিন তাং সম্রাট লি উইনের হাত ধরে এই সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে। পরে প্রায় তিন শতক ধরে চীন শাসন করেছেন তাং সম্রাটেরা। এর আগে সুই সাম্রাজ্য টিকে ছিল ৩৭ বছর। ৬১৮ সালে সূচনার পর ৯০৭ সাল পর্যন্ত চীন শাসন করেন তাং সম্রাটেরা।

ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবী মনুষ্য কম্পিউটার নামে পরিচিত ছিলেন
ছবি: শকুন্তলা দেবীর টুইটার থেকে নেওয়া

‘মানব কম্পিউটার’ তিনি

ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবী। ভারত ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে তাঁর কীর্তি। ‘মানব কম্পিউটার’ নামে পরিচিত তিনি। ১৯৮০ সালের এই দিনে শকুন্তলা দেবী সাড়া ফেলে দিয়েছিলেন। এদিন তিনি ১৩ ডিজিটের দুটি সংখ্যা কোনো ধরনের যন্ত্রের ব্যবহার ছাড়া গুণ করেছিলেন। সংখ্যা দুটি আগে থেকে ঠিক করে রাখা ছিল না। ফলাফল দিয়েছিলেন নির্ভুল। অবাক করা বিষয়, এ জন্য শকুন্তলা দেবী সময় নিয়েছিলেন মাত্র ২৮ সেকেন্ড। এ জন্যই হয়তো তাঁকে ‘মনুষ্য কম্পিউটার’ ডাকা হয়। ১৯২৯ সালে বেঙ্গালুরুতে শকুন্তলা দেবীর জন্ম। ২০১৩ সালে তিনি মারা যান। তাঁর জীবনের গল্প নিয়ে বলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

ফরাসি শিল্পী জ্যাক লুই ডেভিডের তুলিতে নেপোলিয়ন বোনাপার্ট
ছবি: এএফপি

ওয়াটার লু যুদ্ধে হারেন নেপোলিয়ন

তখন ফ্রান্সে রাজত্ব করছেন নেপোলিয়ন বোনাপার্ট। ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে নেপোলিয়নের রাজত্ব। দিকে দিকে যুদ্ধ চলছে। একের পর এক রাজ্য দখল করছেন তিনি। ওয়াটার লুর পাশে (বর্তমান বেলজিয়ামে অবস্থিত) নেপোলিয়নের জয়রথ থামে। ব্রিটিশ, ডাচ ও জার্মান সেনাদের সম্মিলিত বাহিনীর কাছে হেরে যান এই বীর। দুই পক্ষে ব্যাপক প্রাণহানি ঘটে। ইতিহাসে এই লড়াই ‘ওয়াটার লু যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধ হয়েছিল ১৮১৫ সালের ১৮ জুন।

গলফের মহাতারকা টাইগার উডস
ফাইল ছবি: রয়টার্স

টাইগার উডসের শততম চ্যাম্পিয়নশিপ

গলফের মহাতারকা টাইগার উডস। ২০০০ সালের ১৮ জুন তিনি অনন্য এক নজির গড়েন। এদিন টাইগার উডস ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপে শততম ট্রফি জেতেন। ক্যালিফোর্নিয়ার পেবেল বিচে অনুষ্ঠিত ম্যাচে তিনি রেকর্ড ভেঙে ১৫ স্ট্রোকে ম্যাচ জিতে নেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন