'১৩ বছর ধরে মিথ্যা বলেছি'
‘১৩ বছর ধরে আপনাদের মিথ্যা বলেছি’—এ কথা বলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কাজ ছেড়ে দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির উপস্থাপক গেল্লারে জাব্বারি। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘দেশবাসীকে হত্যা করা হয়েছে, এটি আমার জন্য বিশ্বাস করা অত্যন্ত কঠিন। আমাকে ক্ষমা করবেন, আমি এত দেরিতে জেনেছি এবং ১৩ বছর ধরে মিথ্যা বলেছি, এ জন্য ক্ষমা করবেন।’
আইআরআইবির আরেক উপস্থাপক জাহরা খাতামি কাজ থেকে ইস্তফার ঘোষণা দিয়ে লেখেন, ‘আজকের দিন পর্যন্ত উপস্থাপক হিসেবে আমাকে গ্রহণ করায় আপনাদের ধন্যবাদ। আমি টিভির চাকরিতে আর কোনো দিন ফিরব না। আমাকে ক্ষমা করবেন।’
তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে ভুল করে ভূপাতিত করার কথা ইরান প্রথমে অস্বীকার করে, পরে আবার চাপে পড়ে স্বীকার করার পরপরই দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে ওঠা আস্থার সংকটকে কেন্দ্র করেই এর জেরে ইস্তফা দিলেন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দুই উপস্থাপক। তৃতীয় আরেক উপস্থাপক বলেছেন, তিনি বেশ কিছু সময় আগে কাজ ছেড়ে দিয়েছেন একই কারণে, অর্থাৎ ১৩ বছর ধরে সরকারের পক্ষে মিথ্যা বলেছেন বলে।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বুধবার ভোরের দিকে তেহরানের ইমাম খোমিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা করার পরপরই বিধ্বস্ত হয়। এতে নিহত ১৭৬ জনের মধ্যে অধিকাংশ হয় ইরানের নাগরিক অথবা ইরানি বংশোদ্ভূত।
জাহরা খাতামির সহকর্মী সাবা রাড বলেন, ‘রেডিও ও টেলিভিশনে ২১ বছর ধরে কাজ করার পর আমি বলছি, গণমাধ্যমে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি পারব না।’
তেহরানভিত্তিক অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান জার্নালিস্টস এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সরকারের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে।