শ্রীলঙ্কার বিস্ফোরণে ৩৫ বিদেশি নিহত
শ্রীলঙ্কায় একের পর এক বিস্ফোরণে নিহত ১৯০ জনের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক। পুলিশের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। আজ রোববার দ্বীপরাষ্ট্রটির তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে হামলা হয়।
হামলার সময় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোয় প্রার্থনা চলছিল।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর গির্জাগুলো বিধ্বস্ত। এসব গির্জার ছাদ উড়ে গেছে। রক্তের দাগ গির্জাগুলোর মেঝেজুড়ে। স্থানীয় হাসপাতালগুলো ভরে গেছে আহত মানুষে।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার ও জনবিতরণ মন্ত্রণালয়ের মন্ত্রী হর্ষ ডি সিলভা দুটি হোটেল ও একটি গির্জা পরিদর্শন করেছেন। এরপর এক টুইটে তিনি বলেছেন, ‘আমি অনেক লাশ ছিন্নভিন্ন অবস্থায় দেখছি। এর মধ্যে বিদেশিও আছে।’