রাশিয়ার কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
রয়টার্স ফাইল ছবি

রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করছে জাপান। একই সঙ্গে আটজন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার জাপানের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্সের।

জাপান বলছে, এটি ইউক্রেনে রুশ আক্রমণের ঘটনায় মস্কোর বিরুদ্ধে জাপানের কঠোর পদক্ষেপগুলোর একটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর কাতারে শামিল হলো জাপান। ইউক্রেনের এসব মিত্রদেশ রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিক মানুষজনকে হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণের চাহিদা পূরণ করে রাশিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ এবং ইউক্রেনকে সমর্থনের মাধ্যমে আমরা স্পষ্ট করে দেব যে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই রাশিয়ার আগ্রাসন মেনে নেবে না। জাপান ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।’

এর আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপের অংশ হিসেবে তারা আটজন রুশ কূটনীতিক এবং বাণিজ্য প্রতিনিধিকে বহিষ্কার করছে। ইউক্রেনে বেসামরিক মানুষকে হত্যার নিন্দায় এ পদক্ষেপ। রয়টার্স বলছে, এমন পদক্ষেপ জাপানের জন্য বিরল।

রাশিয়ার বিরুদ্ধে জাপানের অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নির্দিষ্ট কিছু রাশিয়ান পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং শীর্ষ রাষ্ট্রীয় মালিকানাধীন ঋণদাতা একটি ব্যাংকের সম্পদ জব্দ করা।