মক্কা থেকে মদিনায় চলবে হাইস্পিড ট্রেন
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে উচ্চগতিসম্পন্ন রেললাইন উদ্বোধন করা হয়েছে আজ বুধবার।
নতুন এ রেল ব্যবস্থায় দুই ঘণ্টার কম সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। সড়কপথে এই যাত্রায় সময় লাগে এর দ্বিগুণেরও বেশি।
৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এ ‘হারামাইন’ রেলপথ ‘সৌদি ভিশন-২০৩০’-এর অন্যতম অংশ।
ট্রেনটি মক্কা-মদিনা ছাড়াও জেদ্দা ও রাবিগ শহরের মধ্যেও দ্রুত যাতায়াত করা যাবে। জেদ্দা ও মক্কার মধ্যে যাতায়াত করতে ২১ মিনিট লাগবে।
মক্কার স্টেশনটি পবিত্র কাবা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এবং মদিনা শহরের স্টেশন কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে (কেইসি) অবস্থিত।
মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প।
বছরে এ পথে প্রায় ৬ কোটি লোক যাতায়াত করতে পারবে। বাণিজ্যিকভাবে এটি সামনের সপ্তাহ থেকে চালু হবে।
সৌদি যোগাযোগমন্ত্রী নাবিল আল-আমৌদি বলেন, ‘মক্কা ও মদিনার মধ্যে যোগাযোগ ব্যবস্থা এখন আগের অন্য যেকোনো সময়ের চেয়ে সহজ এবং দ্রুত হয়েছে।’