ধর্মীয় নেতাকে ধরে নিয়েছে তালেবান
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির পরামর্শক হিসেবে কাজ করা প্রভাবশালী একজন ধর্মীয় নেতাকে তালেবান সদস্যরা ধরে নিয়ে গেছেন। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৌলভি মোহাম্মদ সরদার জাদরান আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতদের জাতীয় পর্ষদের প্রধানের দায়িত্বে ছিলেন। তাঁকে খোস্ত প্রদেশ থেকে তালেবান ধরে নিয়ে গেছে বলে তাঁর ছেলে জানিয়েছেন।
সরদার জাদরানকে চোখ বেঁধে বসিয়ে রাখার একটি ছবি প্রকাশিত হয়েছে। আফগানিস্তানে মৌলভি মোহাম্মদ সরদার জাদরানের বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।
তিনি তালেবানকে প্রতিহতের ডাক দিয়েছিলেন বলে খবর বেরিয়েছিল।