২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে আবার হুমকি, আটক ২

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ৫১ জন মুসল্লি নিহত হন
ফাইল ছবি : রয়টার্স

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনার দুই বছর পূর্তির প্রাক্কালে অনলাইনে আবার একই ধরনের হামলার হুমকি পেয়েছে দেশটি। হামলার হুমকি দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার দুজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সাউথ আইল্যান্ড সিটি পুলিশ। খবর এএফপির।

পুলিশ জানায়, এ ধরনের যেকোনো হুমকির বিষয় পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। যেকোনো সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো কিংবা সমাজের ক্ষতি করার চেষ্টা নিউজিল্যান্ডের মূল্যবোধের সঙ্গে যায় না।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে মারা যান ৫১ জন মুসল্লি। আহত হন অনেকেই। এ হামলার পেছনে জড়িত শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেনটন ট্যারন্টকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে। হামলার পর থেকে নিউজিল্যান্ড সরকার এ ধরনের সন্ত্রাসবাদী হুমকির বিষয়ে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি নিয়েছে। জোরদার করা হয়েছে স্থানীয় মসজিদ ও মুসলিমদের নিরাপত্তা।