উনের মন্তব্যে ‘কৌতূহলোদ্দীপক সংকেত’ পাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা সংঘর্ষ—দুটোর জন্যই প্রস্তুত বলে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। তাঁর এমন মন্তব্যকে ‘কৌতূহলোদ্দীপক সংকেত’ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষায় আছে বলে ওয়াশিংটন জানিয়েছে। খবর রয়টার্সের।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘উনের মন্তব্য আমাদের কাছে কৌতূহলোদ্দীপক সংকেত বলে মনে হয়েছে। আমরা অপেক্ষা করব এবং দেখব, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের সরাসরি যোগাযোগের পরিস্থিতি তৈরি হয় কি না।’
সুলিভান ওই সাক্ষাৎকারে আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণ পুরোপুরি সফল করতে চায়।
স্থানীয় সময় গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন সরকারি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা সংঘর্ষ দুটোর জন্যই প্রস্তুত থাকার নির্দেশ দেন। বাইডেন প্রশাসনের উত্তর কোরিয়ার নতুন নীতির প্রতিক্রিয়ায় উন এ মন্তব্য করেন।