ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা ৮৩২

ইন্দোনেশিয়ার পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃত মানুষের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ৮৩২ জনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির কথা যতটা ভাবা হয়েছিল, বাস্তবে এর চেয়ে অনেকে বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহ সংবাদ সম্মেলনে মৃত্যুর এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়। সুনামিতে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু ঢেউ পালু শহরকে ভাসিয়ে দেয়। ভূমিকম্প ও সুনামির ফলে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎব্যবস্থা বিপর্যয়ের মুখে। ভূমিধসে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।

খোলা আকাশের নিচে লোকজন। ছবি: এএফপি
খোলা আকাশের নিচে লোকজন। ছবি: এএফপি

ধ্বংসস্তূপের ভেতর অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষদের সন্ধান করছেন। খোলা আকাশের নিচে লোকজন অবস্থান নিয়েছে। হাসপাতালের বাইরে তাঁবু গেড়ে আহত লোকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত মাসে ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে সিরিজ ভূমিকম্প হয়। এর মধ্যে ৫ আগস্টের ভূমিকম্পে দেশটিতে ৪৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ভূমিকম্পপ্রবণ দেশটিতে ২০০৪ সালে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। এতে লাখো মানুষের প্রাণহানি ঘটে।