‘আচ্ছা’ এখন অক্সফোর্ড, কেমব্রিজের শব্দ
‘আচ্ছা’ শব্দটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে নানাভাবে ব্যবহার করা হয়। কোনো কিছুর সঙ্গে একমত হয়েছেন বা কিছু বুঝেছেন, তা বোঝাতে আচ্ছা শব্দটি ব্যবহার করা হয়। ‘আচ্ছা’ (accha) শব্দটি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত ইংরেজি ভাষার বিখ্যাত অভিধানটির ওয়েবসাইটে এই শব্দের দুটি সংজ্ঞা পাওয়া যায়। অক্সফোর্ডের অভিধানে একে ভারতীয় শব্দ বলা হয়েছে। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে আচ্ছা শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, সম্মতি বা কোনো বিষয় বোঝার বিষয়টি জানাতে শব্দটি ব্যবহার করা হয়। এ ছাড়া আশ্চর্য, সন্দেহ, আনন্দ ইত্যাদির মতো আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় এটি।
এদিকে পাকিস্তানের দ্য নিউজ ডটকম ডটপিক ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত কেমব্রিজ অভিধানের সর্বশেষ সংস্করণে ‘আচ্ছা’ শব্দটিকে যুক্ত করা হয়েছে। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের কেমব্রিজ ডিকশনারি হলো বিশ্বের অন্যতম সুপরিচিত, বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য ইংরেজি অভিধান। শব্দটির ব্যবহার সম্পর্কে এতে বলা হয়েছে, সম্মতি প্রদান বোঝাতে ‘আচ্ছা’ শব্দটি ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া আশ্চর্য বা সুখ বোঝাতে শব্দটির ব্যবহার করা হয়।
আচ্ছা শব্দটি ছাড়াও অক্সফোর্ড অভিধানে ‘আব্বা, ‘চাচা’, ‘নাটক, ‘কিমা, ‘চামচা’র মতো বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ যুক্ত হয়েছে।
অন্যদিকে, এ বছর কেমব্রিজ ডিকশনারি ‘কোয়ারেন্টিন’ শব্দটিকে বর্ষসেরা শব্দ ঘোষণা করেছে।
অভিধান অনুসারে, কোয়ারেন্টিন শব্দটি বছরের তৃতীয় সর্বোচ্চ খোঁজ করা শব্দ। করোনা মহামারির কারণে কোয়ারেন্টিন শুরু হলে এ বছরের ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে কোয়ারেন্টিন শব্দটি সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছিল।
কোয়ারেন্টিন ছাড়াও করোনাভাইরাস–সংশ্লিষ্ট শব্দ লকডাউন ও প্যানডেমিক শব্দ দুটি এ বছর কেমব্রিজ অভিধানে সবচেয়ে বেশি খোঁজ করা শব্দের শীর্ষ তালিকায় স্থান পায়।