২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অর্থসংকটে থাকা শ্রীলঙ্কাকে শতকোটি ডলার ঋণ দিল ভারত

গত সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঋণ নিয়ে চুক্তি চূড়ান্ত হয়
ছবি: টুইটার

আর্থিক দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে নগদ অর্থের চরম সংকট দেখা দিয়েছে। কাগজ আমদানির অর্থ না থাকায় দেশটিতে পরীক্ষা পর্যন্ত বন্ধ আছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। খাবার ও ওষুধ কিনতে ভারত শ্রীলঙ্কাকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

এএফপি বলছে, ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার এক বছর পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। স্বাধীনতার পর দক্ষিণ এশিয়ার দেশটিতে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বিদেশি বিভিন্ন দেশের ঋণ পরিশোধ করতে পারছে না তারা।

আর্থিক এমন দুর্দশার মুখে গত সপ্তাহে নয়াদিল্লি সফর করেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঋণ নিয়ে চুক্তি চূড়ান্ত হয়। এরপর ১০০ কোটি ডলারের ঋণ পায় শ্রীলঙ্কা। রাজধানী কলম্বোয় সাংবাদিকের এ তথ্য জানান শ্রীলঙ্কার অর্থসচিব সাজিথ আত্তিগালে।

আরও পড়ুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও টুইট করে শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি টুইটারে লেখেন, শ্রীলঙ্কার পাশে রয়েছে ভারত। নিত্যপণ্য কেনার জন্য শ্রীলঙ্কাকে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ চূড়ান্ত হয়েছে। এর আগে জ্বালানি তেল কেনার জন্য শ্রীলঙ্কাকে ৫০ কোটি ডলার ঋণ দিয়েছে ভারত।

এদিকে শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ভাবছে তারা।

আরও পড়ুন