তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনে দূতাবাস খুলল হন্ডুরাস

চীন ও হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে হন্ডুরাসের দূতাবাস উদ্বোধন করেন
ছবি: রয়টার্স

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস আজ রোববার চীনে তার দূতাবাস খুলেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম খবরটি জানিয়েছে। চলতি বছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর হন্ডুরাস এমন পদক্ষেপ নিল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে দূতাবাসটি উদ্বোধন করেছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক করার কথা আছে।

গত মার্চে হন্ডুরাসের সরকার তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে।

চীনের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র মনে করে। চীন চায়, তাদের অবস্থানকে মিত্রদেশগুলো স্বীকৃতি দিক।

তাইওয়ানের সঙ্গে এখন মাত্র ১৩টি দেশের কূটনৈতিক সম্পর্ক আছে। এগুলোর বেশির ভাগই মধ্য আমেরিকা, ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র ও উন্নয়নশীল দেশ।

আরও পড়ুন