কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত
কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের বিস্ফোরণে দেশটির ২০ সেনা নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত এই তথ্য জানিয়েছেন।
সেনাঘাঁটিটি দেশটির কাম্পং স্পিউ প্রদেশে অবস্থিত। সেখানে গতকাল শনিবার বিকেলে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন হুন মানেত। তবে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।
ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ফেসবুকে দেওয়া পোস্টেও এ বিষয়ে হুন মানেত কোনো মন্তব্য করেননি।
নিহত সেনাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, নিহত সেনাদের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ সরকার দেবে।
একই সঙ্গে হুন মানেত বলেছেন, হতাহত সেনাদের সবাই ক্ষতিপূরণ পাবেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, নিহত সেনাসদস্যদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার ডলার করে দেওয়া হবে। আর আহত সেনাদের প্রত্যেককে দেওয়া হবে ৫ হাজার ডলার করে।