আফগানিস্তানে আবার ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের হেরাতে জিন্দা জান এলাকায় ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের পাশে বসে কাঁদছে এক শিশু, ৮ অক্টোবর
ছবি: রয়টার্স

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।

এর আগে গত শনিবার দেশটির একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে।  

শনিবারের ভূমিকম্পের পর আরও কয়েকটি শক্তিশালী ভূমিকম্প-পরবর্তী কম্পন (আফটার শক) হয়েছিল। ভূমিকম্পে মৃত মানুষের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন