সেনা পাঠানোর বিতর্কের মধ্যেই রাশিয়া সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছে সান-হিছবি: রয়টার্স

রাশিয়া সফরের উদ্দেশে গতকাল সোমবার পিয়ংইয়ং ছেড়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছে সান-হি। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো ও পিয়ংইয়ং পারস্পরিক সহায়তা জোরদার করছে, পশ্চিমা দেশগুলোর এমন উদ্বেগের মধ্যেই রাশিয়া সফরে গেলেন ছে সান-হি।

কেসিএনএ বলেছে, ছে সানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। তবে সংবাদমাধ্যমটি এর বেশি কিছু জানায়নি।

ছে সান এমন সময় রাশিয়া সফরে গেলেন, যখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ন্যাটো যৌথভাবে নিশ্চিত করেছে যে রাশিয়ায় সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তারা বলেছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেনা মোতায়েন করেছে পিয়ংইয়ং।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়া প্রশিক্ষণের জন্য রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠিয়েছে। উত্তর কোরিয়া যদি এ যুদ্ধে অংশ নেয়, তবে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের ওপর নতুন করে কোনো সীমা আরোপ করবে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন।

দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গতকাল ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে গভীর সামরিক সম্পর্ক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।