পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আকাশ প্রতিরক্ষা মহড়া চালাল ইরান

সামরিক মহড়া চলাকালে ইরানের দক্ষিণাঞ্চলের অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জানুয়ারি ছবিটি প্রকাশ করে ইরানছবি: রয়টার্স

চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল যুক্ত করে আকাশ প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের নিশানা ব্যাহত করতে এই মহড়া চালানো হয়েছে বলে শুক্রবার ইরান জানিয়েছে।

পাকিস্তান বৃহস্পতিবার ইরান সীমান্তে হামলা চালানোর পর আকাশ প্রতিরক্ষা মহড়ার এই খবর দিয়েছে ইরান। দুই দিন আগে পাকিস্তানের সীমান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জইশ আল-আদল নামের একটি জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর পাল্টায় বৃহস্পতিবার পাকিস্তানের ওই হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার কথা জানায় তেহরান।

আরও পড়ুন

পাল্টাপাল্টি এই হামলা ছিল সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের একে অপরের সীমান্তে ঢুকে সামরিক হামলার সবচেয়ে বড় ঘটনা। এর মধ্য দিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি তৈরি হয়।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় প্রেস টিভির খবরে বলা হয়, ‘ইরানের বাহিনীগুলো সফলভাবে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। যাতে শত্রুপক্ষের টার্গেটকে রুখে দেওয়া এবং সেটাকে নিশানা করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে।’

বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনের এই মহড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আবাদান থেকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাহবাহার পর্যন্ত পরিচালিত হয়েছে।

এই মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমানবাহিনী ও নৌবাহিনী, মহাকাশ বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী অংশ নেয় বলে প্রেস টিভি জানিয়েছে।

ইরান ও পাকিস্তানের মধ্যে এর আগেও উত্তেজনার ইতিহাস রয়েছে। তবে এবারের পাল্টাপাল্টি হামলার পর দুই দেশই উত্তেজনা কমাতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরান এবং মধ্যপ্রাচ্যজুড়ে দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো ওই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট নানা স্থাপনায় হামলা চালাচ্ছে। গাজাবাসীর পক্ষে সংহতি জানিয়ে তাদের এসব হামলা চলছে।

পাকিস্তানের আগে সিরিয়া ও ইরাকেও হামলা চালায় ইরান। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ইরাকে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির কেন্দ্রে হামলা চালানো হয় বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।