জাপানে ভূমিকম্পের ৫ দিন পর ৯০ বছর বয়সী নারী জীবিত উদ্ধার
জাপানের পশ্চিমাঞ্চলীয় সুজু শহরে ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ি থেকে এক নবতিপর (৯০ বা তার বেশি বয়সী) নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্প হওয়ার ১২৪ ঘণ্টা পর তিনি উদ্ধার হলেন।
গত সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ।
সাধারণত ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা বা তিন দিন পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমেই ফুরিয়ে আসে। তবে গতকাল শনিবার রাতে সুজু এলাকা থেকে ওই নবতিপর নারীকে উদ্ধার করা হয়েছে ভূমিকম্পের পাঁচ দিনের বেশি সময় পর।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওই বৃদ্ধাকে উদ্ধারের সময় হেলমেট পরা উদ্ধারকর্মীরা জায়গাটিকে নীল রঙের প্লাস্টিকে ঢেকে রেখেছিলেন। ভিডিওতে উদ্ধার হওয়া বৃদ্ধাকে দেখা যাচ্ছিল না। তাঁর শারীরিক অবস্থা কেমন, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।
জাপানের কর্তৃপক্ষের হিসাব অনুসারে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১২৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে কমপক্ষে ২৭ জনের অবস্থা গুরুতর। প্রায় ২০০ জন এখনো নিখোঁজ।
এ ভূমিকম্পে বেশির ভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে ওয়াজিমা নগরীতে।