ভানুয়াতুতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
প্রাথমিকভাবে জানা গেছে, আজ মঙ্গলবার আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে, ভূমি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পোর্ট ভিলায় বিদেশি দূতাবাস থাকা একটি ভবনের জানালা ও সিমেন্টের পিলার ভেঙে পড়েছে। রয়টার্স জানিয়েছে, ওই ভবনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ডের দূতাবাস রয়েছে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হনলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও পাশ্ববর্তী ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকা সুনামির ঝুঁকিতে রয়েছে।