মিয়ানমারে জান্তার বিমান হামলায় ৪০ গ্রামবাসী নিহত
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার একজন উদ্ধারকর্মী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএফপিকে এ তথ্য জানিয়েছে।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা বলেন, গত বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে সামরিক বিমান থেকে ওই বোমা হামলা হয়। এতে সেখানকার পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। তিনি বলেন, ওই হামলায় প্রাথমিকভাবে ৪০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত ব্যক্তিরা সবাই নিরীহ বেসামরিক নাগরিক।
রাখাইনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরাকান আর্মির সঙ্গে জান্তা হিসেবে পরিচিত দেশটির সামরিক বাহিনীর লড়াই চলে আসছে। গত বছর রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিত্তেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।