তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ

প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ান প্রণালির কাছে সেলফি তুলতে ব্যস্ত দুই ব্যক্তি। গতকাল পিংট্যান দ্বীপেছবি : এএফপি

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার শেষ মুহূর্তের প্রচারণায় হাজারো সমর্থক নিজ নিজ প্রার্থীদের সমাবেশে যোগ দেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে স্বশাসিত এ ভূখণ্ডে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এর পর থেকে গণতান্ত্রিক সাফল্য ধরে রেখেছে তাইওয়ান।

নির্বাচনে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখা দিয়েছে এ ভূখণ্ডের স্বাধীনতার বিষয়টি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে থাকে চীন। ভোট গ্রহণের আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, তাইওয়ানের স্বাধীনতার যেকোনো ‘ষড়যন্ত্র’ নস্যাৎ করে দেবে তারা। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং–তে নির্বাচনে জয়ী হবেন। স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে দলটি।