‘চোখ ধাঁধানো’ এক শহর তৈরি করবে সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদে আধুনিক এক শহর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে
ছবি: টুইটার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে ‘চোখধাঁধানো’ একটি শহর গড়ে তোলার পরিকল্পনা করছে দেশটির সরকার। অত্যাধুনিক সব সুযোগ–সুবিধা আর বিলাসিতায় মোড়ানো এই শহরের কেন্দ্রে থাকবে চৌকোণ (কিউব) আকৃতির একটি আকাশচুম্বী ভবন। ৪০০ মিটার উচ্চতার এই ভবনের নাম দেওয়া হয়েছে ‘মুকাব’।

পরিকল্পনায় থাকা শহরটির অবস্থান হবে রিয়াদের কেন্দ্রস্থল থেকে উত্তর–পশ্চিমে, ১৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে। বলা হচ্ছে নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় আধুনিক শহর। সব ঠিকঠাক থাকলে ২০৩০ সাল নাগাদ এর কাজ শেষ হবে।

শহরে বসবাসের জন্য ১ লাখ ৪ হাজার ফ্ল্যাট থাকবে। হোটেলকক্ষ থাকবে ৯ হাজার। দোকানপাট থাকবে ৯ লাখ ৮০ হাজার বর্গমিটার জায়গায়। বিভিন্ন অফিস থাকবে ১ কোটি ৪০ লাখ বর্গমিটার জায়গাজুড়ে। অবকাশযাপনের জন্য ব্যবহার করা যাবে ৬ লাখ ২০ হাজার বর্গমিটার জায়গা। আর সামাজিক সেবার জন্য থাকবে ১ কোটি ৮০ লাখ বর্গমিটার জায়গা।

সম্প্রতি এই প্রকল্পের একটি ভিডিও প্রকাশ করেছে সৌদি সরকার। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, পুরো শহরে থাকবে একটি জাদুঘর, একটি প্রযুক্তি ও নকশাবিষয়ক বিশ্ববিদ্যালয়, একটি থিয়েটার আর ৮০টির বেশি বিনোদন ও সংস্কৃতিকেন্দ্র। যাতায়াতের জন্য থাকবে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থা। বিমানবন্দর থেকে শহরটিতে যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।

শহরের কেন্দ্রে থাকা মুকাব ভবনটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হবে একই—৪০০ মিটার। বাক্স আকৃতির ভবনটি এতটাই বিশাল হবে যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো ২০টি ভবন সেটির ভেতরে ঢুকে যাবে। নির্মাণের পর এটি হবে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামোগুলোর একটি।

মুকাবে আধুনিকতা, প্রযুক্তি ও জাঁকজমকের কোনো কমতি রাখা হবে না। আধুনিক নকশায় নির্মিত হতে যাওয়া ভবনটির ভেতরে থাকবে একটি গম্বুজ আকৃতির টাওয়ার। টাওয়ারের ভেতরের অংশ মোড়ানো থাকবে বিশাল পর্দা দিয়ে। সেই পর্দায় ভার্চুয়্যাল রিয়েলিটি ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে নানা ভিডিও চিত্র।