রাস্তায় হাঁটার পরও ময়লা হয়নি সাদা মোজা
সূর্যোদয়ের দেশ জাপানের বেশ পরিচ্ছন্ন দেশ হিসেবে সুনাম রয়েছে। দেশটির রাস্তাঘাট থেকে শুরু করে প্রার্থনালয়—সবকিছুই পরিচ্ছন্ন, ঝকঝকে-তকতকে। ময়লা-আবর্জনা খুব একটা দেখা যায় না কোথাও। জাপানের আকাঙ্ক্ষাই হচ্ছে দেশের পরিশুদ্ধতাকে সমুন্নত রাখা। আসলে জাপানের রাস্তাঘাট কতটা পরিচ্ছন্ন?
সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার সিমরান জৈন জাপানের সেই পরিচ্ছন্নতা নিয়ে একটা পরীক্ষা চালিয়েছেন। তিনি জুতা ছাড়াই এক জোড়া সাদা ধবধবে মোজা পরে নেমে পড়েছিলেন সড়কে। অনেক হাঁটাহাঁটির পর সেই মোজার ছবি তুলেছেন। সেই ছবি এবং রিল (মেটার জন্য টিকটিকের মতো তৈরি ছোট ভিডিও) বানিয়ে সেটা তুলে দিয়েছেন ইনস্টাগ্রামে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ছবি আর রিল ২ কোটি ৬০ লাখ ব্যবহারকারী দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এই ছবি-ভিডিও নিয়ে চলছে তুমুল বিতর্ক। সিমরানের মোজার পায়ের তালুর অংশ দেখে অবাক সবাই। সবারই প্রশ্ন, সাদা মোজা পরে সড়কে হাঁটার পরও কীভাবে এতটা পরিচ্ছন্ন থাকে? তাহলে কি সত্যিই ‘বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ’ হিসেবে জাপানের যে সুনাম রয়েছে, সেটা এতটাই সত্যি?
সিমরান দেখতে চেয়েছিলেন, রাস্তায় হাঁটার পর মোজায় কোনো দাগ পড়ে কি না। ভিডিওতে দেখা যায়, হাতে জুতা নিয়ে সিমরান ফুটপাতে হাঁটছেন, রাস্তা পার হচ্ছেন। অনেকক্ষণ হাঁটার পর তিনি মোজাসহ পায়ের তালুর ছবি তোলেন, ভিডিও বানান। এতে দেখা যায়, মোজায় কোনো ধুলাবালু লাগেনি, কোনো ধরনের দাগ পড়েনি। ফলে তাঁর পায়ে এই মোজা দেখে অনেকে যেমন অবাক হন, আবার অনেকে সন্দেহ-সংশয় প্রকাশ করেন।