লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক ক্যাপ্টেন নিহত

ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তারছবি: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

আজ বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও আইডিএফ মুখোমুখি লড়াই করছে বলে বিভিন্ন খবরে এসেছে। এরই মধ্যে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, আজ লেবাননের ভেতরে লড়াইয়ে তাদের ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

এদিকে হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী গ্রামে ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। লেবাননের হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ‘যুদ্ধের প্রথম ধাপের’ অংশ।

এএফপির খবরে বলা হয়, এর আগে সংগঠনটি জানিয়েছিল, ইসরায়েলি বাহিনী উত্তর-পূর্বের সীমান্তবর্তী আদায়েস গ্রামে ঢোকার চেষ্টা করে। তখন তাদের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা পিছু হটেন।

গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। এসব হামলার মধ্যে ইরান–সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এই প্রথম জানাল, তাদের মাটিতে লড়াই চলছে।

হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ গণমাধ্যমকে বলেন, ‘রুখে দাঁড়ানোর মাত্র শুরু হলো।’ নিজেদের সংগঠনের যোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

এদিকে লেবাননের সেনাবাহিনীও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্তরেখা লঙ্ঘন করেছে। সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, ইসরায়েলের শত্রু বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় ৪০০ মিটার ভেতরে ঢুকে পড়েছে। তবে পরে ‘অল্প সময়ের মধ্যেই তারা সরে যায়’।

বুধবার ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালানো হবে বলে দক্ষিণ লেবাননের ২০টির বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে বলে। পরে আরও কিছু এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলে। এর আগের দিনও সামরিক বাহিনী স্থল অভিযান চালানো হবে বলে একই ধরনের আহ্বান জানিয়েছিল।