বেশির ভাগ গ্রেপ্তার বিলাসবহুল বাংলো থেকে, একজন লুকিয়েছিলেন ড্রেনে

সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে জব্দ করা জিনিসের একাংশ
ছবি: এসপিএফের ফেসবুক থেকে।

বিদেশ থেকে পাচার করে আনা অর্থ-সম্পদ জব্দে বড় অভিযান চালিয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ)। এই অভিযানকে দেশটির ইতিহাসে মানি লন্ডারিংবিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে।

গত মঙ্গলবার এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাইপ্রাস, তুরস্ক, চীন, কম্বোডিয়া এবং ভানুয়াতুর নাগরিক। তাঁদের সবার বিরুদ্ধে মানি লন্ডারিং, জালিয়াতি ও গ্রেপ্তার এড়াতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া এক বিবৃতিতে এই ব্যক্তিরা কে কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন, তার বিবরণ দেওয়া হয়েছে। বেশির ভাগকেই গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিলাসবহুল বাংলাে থেকে। তাঁদের একজন আবার গ্রেপ্তার এড়াতে বারান্দা থেকে লাফ দিয়ে ড্রেনে লুকিয়েছিলেন।

সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার অভিযানের সময় এসব ব্যক্তিকে ট্যাংলিন, বুকিত তিমাহ, অরচার্ড রোড, হল্যান্ড, সেন্তোসা কোভ ও রিভার ভ্যালিসহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। এসব এলাকায় বিভিন্ন বিলাসবহুল বাংলো বসবাস করতেন তাঁরা। চড়তেন দামি গাড়িতে।

আরও পড়ুন

কে কোথায় গ্রেপ্তার

সু হেইজিন (৪০)। সাইপ্রাসের নাগরিক তিনি। হল্যান্ড এলাকায় নিজের বিলাসবহুল বাংলো থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন তুরস্কের নাগরিক ভ্যাং শুইমিং (৪২)। ট্যাংলিন এলাকার একটি বিলাসবহুল বাংলো থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চীনের ঝাং রুইজিন (৪৪), লিন বাওয়েয়িং (৪৩) ও ওয়াং বাওসেন (৩১)। সান্তোস কোভের পার্ল দ্বীপের একটি বাংলো থেকে গ্রেপ্তার হন ঝাং ও লিন। অন্যদিকে ট্যাংলিন এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন ওয়াং।

কম্বোডিয়ার নাগরিক সু বাওলিনকে (৪১) নাসিম রোডের একটি বাংলো থেকে এবং একই দেশের চেন কুইনজিগুয়ানকে (৩৩) রিভার ভ্যালি এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। কম্বোডিয়ার নাগরিক সু ওয়েনকিয়াং (৩১) গ্রেপ্তার হয়েছেন বুকিত তিমাহ এলাকার একটি বাংলো থেকে।

অন্যদিকে লি-ভানুয়াতুর ৩৫ বছর বয়সী সু জিয়ানফেং গ্রেপ্তার হয়েছেন বুকিত তিমাহ এলাকার একটি বিলাসবহুল বাংলো থেকে। আর সাইপ্রাসের নাগরিক ওয়াং দেহাইকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে অরচার্ড এলাকায় বিলাসবহুল একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন।

এসপিএফের বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব বিদেশির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, তাঁরা নিজ দেশে অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত। সেই সঙ্গে তাঁরা অনলাইন জুয়া খেলার সঙ্গেও জড়িত। সন্দেহজনক লেনদেন নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন (এসটিআর) হাতে পেয়ে বিশদ অনুসন্ধানের পরই পুলিশ তাঁদের শনাক্ত করেছে।

বারান্দা থেকে লাফিয়ে ড্রেনে লুকান তিনি

বিবৃতিতে বলা হয়েছে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সাইপ্রাসের একজন (সু হেইজিন) নাগরিক রয়েছেন। তাঁর বয়স ৪০ বছর। তিনি বিলাসবহুল একটি বাংলোয় বসবাস করতেন। অভিযানের সময় তিনি গ্রেপ্তার হওয়া এড়াতে বাংলোর দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পড়েন। আহত অবস্থায় পাশের একটি ড্রেনে লুকিয়ে ছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওই ব্যক্তির কাছে চীন ও কম্বোডিয়া থেকে ইস্যু করা পাসপোর্ট ছিল।

গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ৪০০ জনের বেশি সদস্যের বড় একটি দল এ অভিযানে অংশ নেন বলেও জানানো হয় বিবৃতিতে। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, বাণিজ্যবিষয়ক বিভাগ (সিএডি), দাঙ্গা পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা যুক্ত ছিলেন।

অভিযানে এক নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি আরও ১২ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আর আটজন সন্দেহভাজন পলাতক। তাঁদের নাম পুলিশের তালিকায় রাখা হয়েছে। অভিযানে অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটারসহ নানা জিনিস জব্দ করেছে পুলিশ।