ভারতের উদ্বেগে চীনা জাহাজ ভেড়ার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি
ফাইল ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি গতকাল সোমবার বলেছেন, চীনের একটি জাহাজকে তাঁর দেশে ভেড়ার অনুমতি দেয়নি কলম্বো। এ ক্ষেত্রে ভারতের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ কলম্বোর কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় ছিল।

চীনের গবেষণাসংক্রান্ত জাহাজ ‘শি ইয়ান-৬’-এর আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় নোঙর করার কথা। বিষয়টি নিয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আছে।

চীনা জাহাজটির নোঙর করার বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরিকে প্রশ্ন করা হলে তিনি ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, তাঁর দেশের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে। এ কারণে তাঁদের ভারতসহ অনেক বন্ধুদেশের সঙ্গে পরামর্শ করতে হয়। ভারত দীর্ঘ সময় ধরে উদ্বেগ জানিয়ে আসছে। তাই তাঁরা এসওপির পক্ষে অবস্থান নিয়েছেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা জাহাজ ‘শি ইয়ান ৬’-কে অক্টোবরে শ্রীলঙ্কায় নোঙর করার অনুমতি দেয়নি কলম্বো। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

আলী সাবরি বলেন, ‘আমি যত দূর জানি, অক্টোবরে শ্রীলঙ্কায় আসার (চীনা জাহাজের) অনুমতি আমরা দিইনি। আলোচনা চলছে। ভারতীয় নিরাপত্তা উদ্বেগ বৈধ, যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে, সব সময় বলে এসেছি, আমরা আমাদের অঞ্চলকে শান্তিপূর্ণ রাখতে চাই।’

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডও এই চীনা জাহাজটি নিয়ে তাঁর দেশের সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন।