ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

উত্তর মালুকু প্রদেশের দুর্গম হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে গতকাল বুধবার অগ্ন্যুৎপাত ঘটেছবি : এএফপি

ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েক শ গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার উত্তর মালুকু প্রদেশের দুর্গম হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের এ ঘটনা ঘটে। এ সময় প্রায় চার কিলোমিটার ওপরে ধোঁয়া দেখা যায়।

অগ্ন্যুৎপাতের পর তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি। পাশাপাশি আগ্নেয়গিরির আশপাশের ৩ হাজার বাসিন্দাকে দ্রুত সরিয়ে নিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে তারা।

তাদের নির্দেশনা মেনে আজ বৃহস্পতিবার সকালে আগ্নেয়গিরির নিকটবর্তী গ্রাম থেকে ৫১৭ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদেরও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র ইরফান ইদ্রুস বলেন, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। তবে প্রশাসনিক ও অবকাঠামোগত এ প্রক্রিয়া ব্যাহত হয়।