সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর এক বছর কারাদণ্ড

সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস ঈশ্বরণফাইল ছবি: রয়টার্স

অবৈধ উপহার নেওয়া ও বিচারে বাধা দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরের একজন সাবেক মন্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় অর্ধশতাব্দী পর দেশটিতে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগে কোনো রাজনৈতিক ব্যক্তিকে সাজা দেওয়া হলো।

সিঙ্গাপুর বিশ্বের অন্যতম কম দুর্নীতিগ্রস্ত দেশ। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম এস ঈশ্বরণ। তিনি সাবেক পরিবহনমন্ত্রী।

চলতি বছর তাঁর বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়। এর মধ্যে অধিকাংশই দুর্নীতিসংক্রান্ত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছয় থেকে সাত মাসের সাজা চাইলেও তাঁকে আরও বেশি সাজা দেওয়া হয়েছে।

হাইকোর্টের বিচারক ভিনসেন্ট হুং বলেন, এ সাজা অপর্যাপ্ত হবে। সরকারি কৌঁসুলিরা পাঁচটির কম অভিযোগ উত্থাপন করলেও ন্যায়বিচারে বাধা এবং অবৈধ উপহার নেওয়ার অভিযোগে গত সপ্তাহে ঈশ্বরণকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।