টেসলাকে টেক্কা দিতে হুন্দাই আনছে বৈদ্যুতিক সেডান গাড়ি
প্রথম বৈদ্যুতিক সেডান গাড়ি বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর করপোরেশন। আয়নিক ৬ নামের গাড়িটি আজ বৃহস্পতিবার উন্মোচন করা হয়েছে। রয়টার্স এ খবর জানিয়ে বলছে, বৈদ্যুতিক গাড়ির বাজারে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আধিপত্য হ্রাসের চেষ্টায় বৈদ্যুতিক গাড়ি বাজারে আনল হুন্দাই।
২০৩০ সালের মধ্যে বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বাজারের ১২ শতাংশ নিজেদের দখলে নেওয়ার লক্ষ্য নিয়েছে হুন্দাই মোটর করপোরেশন। সে লক্ষ্যে এ সময়ের মধ্যে ৩১টি ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি বাজারে আনবে হুন্দাই মোটর করপোরেশনের তিন অঙ্গপ্রতিষ্ঠান হুন্দাই মোটর, কিয়া ও বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জেনেসিস।
টেসলার সর্বাধিক বিক্রীত মডেল ৩ সেডানকে টেক্কা দিতেই হুন্দাই তাদের সেডানের ইভি রেঞ্জ (একবার চার্জ দিয়ে একটি বৈদ্যুতিক গাড়ি যতদূর যেতে পারে) বাড়াবে বলে জানিয়েছে। টেসলার মডেল ৩ সেডানে একবার চার্জ দেওয়া হলে সর্বনিম্ন ২১৫ মাইল বা ৩৪৬ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করার ক্ষমতা রাখে।
চীনকে বাদ দিলে এ বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে হুন্দাই ও কিয়া। গাড়িশিল্প নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান এসএনই রিসার্চের হিসাবে, ২০২২ সালের প্রথম পাঁচ মাসে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি সরবরাহের ১৩ দশমিক ৫ শতাংশ হুন্দাই। টেসলা সরবরাহ করেছে ২২ শতাংশ।
দক্ষিণ কোরিয়ার বাজারে হুন্দাইয়ের বৈদ্যুতিক গাড়ি আয়নিক ৬-এর পড়বে সাড়ে ৫ কোটি থেকে সাড়ে ৬ কোটি ওন অথবা ৪১ হাজার ৯৪৯ মার্কিন ডলার।