ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের ভ্রমণ নিষিদ্ধ করতে যাচ্ছে মালদ্বীপ। গতকাল রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ইসরায়েলি ভিসা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ এ বিধি কার্যকর হবে, তা বলা হয়নি। একই বিবৃতিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি জাতীয় সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়।
দেশব্যাপী গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রেসিডেন্ট এ উদ্যোগ নিয়েছেন। নিরিবিলি সমুদ্রসৈকতের জন্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় দেশ মালদ্বীপ।
দেশটির সরকারি হিসাবমতে, চলতি বছরের প্রথম চার মাসে সেখানে ৫২৮ ইসরায়েলি ভ্রমণ করেছেন। তবে তা গত বছরের একই সময়ের চেয়ে ৮৮ শতাংশ কম। ইসরায়েলি পর্যটকদের জন্য আগেও মালদ্বীপে ভ্রমণ নিষিদ্ধ ছিল। তবে ১৯৯০-এর শুরুর দিকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
মালদ্বীপের এ ঘোষণার পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়েছে। যাঁরা ইসরায়েলসহ অন্য দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন, তাঁদেরও একই অনুরোধ করা হয়।