ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা ছবিতে

গতকাল শনিবার রাতে ইন্দোনেশিয়ার মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলনে নিহত হন। ইন্দোনেশীয় কর্তৃপক্ষের সবশেষ হিসাব অনুযায়ী, স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলনের ঘটনায় এখন পর্যন্ত ১৭৪ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামে সংঘর্ষের সময় ও পরে তোলা কিছু ছবি—

স্টেডিয়ামে পেরসেবায়া সুরাবায়া ও আরেমার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়
ছবি: রয়টার্স
স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি হলে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ
ছবি:রয়টার্স
কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের পর তোলা এ ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি পড়ে আছে
ছবি: রয়টার্স
কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের পর তোলা এ ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত একটি ট্রাক
ছবি: রয়টার্স
পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের একটি হাসপাতালের সামনে অপেক্ষায় হতাহতদের স্বজনেরা
ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার মালাং শহরের স্টেডিয়ামে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে
ছবি: এএফপি
মালাং শহরের স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করা একটি গাড়ির পাশে তদন্ত করছে পুলিশ
ছবি: এএফপি