ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা ছবিতে
গতকাল শনিবার রাতে ইন্দোনেশিয়ার মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলনে নিহত হন। ইন্দোনেশীয় কর্তৃপক্ষের সবশেষ হিসাব অনুযায়ী, স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলনের ঘটনায় এখন পর্যন্ত ১৭৪ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামে সংঘর্ষের সময় ও পরে তোলা কিছু ছবি—