ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বন্দুকধারী নারী আটক

আটক নারীকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বন্দুক বহনকারী এক নারীকে আটক করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হননি।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা আলী মোচতার নাগাবালিন বলেন, আটক নারী প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেননি। আর ঘটনার সময় প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রাসাদে ছিলেন না।

আলী বলেন, আটক নারী বোরকা পরে ছিলেন। তাঁর হাতে একটি পবিত্র কোরআনও ছিল। তাঁর বয়স বিশের কোঠায় বলে মনে হচ্ছে। প্রাসাদের কাছে এসে বন্দুক বের করলে তাঁকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন।

জাকার্তা পুলিশের এক মুখপাত্র বলেন, আটক নারীকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর উদ্দেশ্য কী ছিল আর তিনি কীভাবে অস্ত্রটি পেয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ইন্দোনেশিয়ায় আগে সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিশানা করে একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে।