ইসরায়েলের নির্বাচনে জয়ী নেতানিয়াহুর জোট

বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী
ছবি: রয়টার্স

ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। গত মঙ্গলবার দেশটিতে সাধারণ নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে ছিল নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে নেতানিয়াহুর দল ও তাঁর ডানপন্থী জোট। এ জয়ের ফলে আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। খবর আল জাজিরার 

ইসরায়েলে গত চার বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ফলাফলে দেখা গেছে নেতানিয়াহু ও ডানপন্থী জোটগুলো নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৪ আসন পেয়েছে। এর মধ্যে লিকুদ পার্টি আসন পেয়েছে ৩২টি। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ও তাঁদের জোট পেয়েছে ৫১টি আসন।

নির্বাচনে জয়ী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইয়ার লাপিদ। ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অধীনস্তদের একটি নির্দেশনাও দিয়েছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। 

এর আগে গত বুধবার ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়। তখন নেতানিয়াহু সমর্থকদের বলেছিলেন, তাঁরা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন। এ সময় তিনি একটি টেকসই সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর এখন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে সরকার গঠনের প্রস্তাব দেবেন নেতানিয়াহু। 

টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান নেতানিয়াহু। গত বছরের জুনে নেসেটে (পার্লামেন্ট) নতুন জোট সরকার গঠন নিয়ে বিতর্কের পর ভোট হয়। নতুন জোট সরকারের পক্ষে পড়ে ৬০ ভোট। বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। পরে ইয়ার লাপিদের মধ্যপন্থী দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেয়। তাই এ নির্বাচনের আয়োজন করা হয়।