রাজার ক্ষমায় সাজা কমল থাকসিনের
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজার মেয়াদ আট বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে। সাজা কমিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। আজ শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় এ কথা জানানো হয়।
দেড় দশক নির্বাসনে থেকে গত সপ্তাহে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। দেশে ফেরার পর বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ৭৪ বছর বয়সী ধনকুবের সিনাওয়াত্রা বর্তমানে কারাবন্দী।
সাজা কমানোর অনুরোধ জানিয়ে আবেদন করার এক দিন পরই থাকসিনের ব্যাপারে এ সিদ্ধান্ত এল।
থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতা থেকে অপসারিত হন। ২০০৮ সালে দেশ ছেড়ে যান তিনি।
রাজপ্রাসাদ থেকে আজ এক রাজকীয় ঘোষণায় থাকসিনের সাজা কমানোর কথা জানানো হয়। তাতে বলে হয়, প্রধানমন্ত্রী হিসেবে জনগণের সেবা করার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজা মহা ভাজিরালংকর্ন তাঁর সাজা কমিয়েছেন।
আরও বলা হয়, থাকসিন রাজতন্ত্রের প্রতি অনুগত। বিচারের সময় তিনি বিচারব্যবস্থার প্রতি সম্মান দেখিয়েছেন। তা ছাড়া তিনি এখন নানা ধরনের অসুস্থতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়।
রাজপ্রাসাদ থেকে ঘোষণায় বলা হয়, রাজা তাঁকে (সিনাওয়াত্রা) সাধারণ ক্ষমা করেছেন এবং সাজা কমিয়েছেন, যাতে তিনি তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন।
গত ২২ আগস্ট থাইল্যান্ডে ফেরেন সিনাওয়াত্রা। দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার পর প্রথম রাতেই তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। কারাগারে থাকা স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য, তিনি হৃদ্যন্ত্রের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
সেনাসমর্থিত দলগুলোর সঙ্গে জোট গড়ে থাকসিন সিনাওয়াত্রার দল ফিউ থাই ক্ষমতায় আসার পর তিনি দেশে ফেরেন। অনেকে বলছেন, সাজার মেয়াদ কমানো নিয়ে সমঝোতা হওয়ার পরই দেশে ফেরেন থাকসিন।
থাকসিনের সাজার মেয়াদ কমায় তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফিউ থাই পার্টির স্রেথা থাভিসিন। তিনি বলেন, ‘এ আনন্দের খবরে থাকসিন পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। এতে তাঁর পরিবার নিশ্চয়ই অনেক খুশি। আমি শুনেছি তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।’