চীনে একটি স্কুলের সামনে গাড়িচাপায় কয়েকজন আহত

চীনে আজ একটি বিদ্যালয়ের সামনে গাড়িচাপায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছেছবি: রয়টার্স

চীনের দক্ষিণের হুনান প্রদেশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িচাপায় কয়েকজন আহত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, গাড়ির ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ক মানুষ আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আজ মঙ্গলবার সাদা রঙের একটি গাড়ি ওই স্কুলের সামনে লোকজনের ভিড়ে চালিয়ে দেওয়া হয়। পরে স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা গাড়িচালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।

চীনে এক সপ্তাহে ভিড়ের মধ্যে হামলার এটি তৃতীয় ঘটনা। এসব ঘটনা জননিরাপত্তা নিয়ে দেশটির বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

ঘটনার সময় স্কুলের সামনে থাকা একজন অভিভাবক বিবিসিকে বলেছেন, ‘বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর। সৌভাগ্যক্রমে অ্যাম্বুলেন্স খুব দ্রুত ঘটনাস্থলে চলে এসেছিল।’

আরও পড়ুন

এ অভিভাবক আরও বলেন, তিনি তাঁর আট বছরের সন্তানকে স্কুলে ছেড়ে সেখান থেকে চলে যাচ্ছিলেন। সে সময়ই গাড়ি উঠিয়ে দেওয়ার শব্দ শুনতে পান।

এর আগে গত শনিবার চীনের পূর্বাঞ্চলে একটি কারিগরি স্কুলে ছুরি হামলায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হন। পরে পুলিশ জানিয়েছিল, হামলাকারী ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী (২১)। এ বছর তাঁর পাস করে যাওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় তিনি অকৃতকার্য হয়েছেন।

আরও পড়ুন