ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরার পর শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
অস্ট্রেলিয়ায় আড়াই বছর বয়সী এক মেয়েশিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫এন১ ধরন শনাক্ত হয়েছে। এ বছর ভারতে ঘুরে আসা শিশুটিকে মেলবোর্নের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় মানব শরীরে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৫এন১) ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।
ডব্লিউএইচও বলছে, শিশুটির ভাইরাসের সংস্পর্শে আসার উৎস সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এটা ভারতে ঘটেছে। কেননা, শিশুটি সম্প্রতি ভারত থেকে ফিরেছে। আর ভারতে অতীতে পাখিদের মধ্যে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
গত ১২ থেকে ২৯ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে কলকাতায় ছিল শিশুটি। তবে সেখানে সে সংক্রমিত কোনো মানুষ কিংবা প্রাণির সংস্পর্শে এসেছিল কিনা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। গত ১ মার্চ অস্ট্রেলিয়ায় ফেরে সে। এর পর অসুস্থ হলে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ভিক্টোরিয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
মেলবোর্নের ওই হাসপাতালে গত ৪ মার্চ শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। প্রায় আড়াই সপ্তাহ পর হাসাপাতাল ছাড়ে শিশুটি। হাসপাতালে থাকা অবস্থায় শিশুটির ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছিল। গত এপ্রিলে শিশুটির কাছ থেকে সংগ্রহ করা নমুনা আরও গভীর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এখন শিশুটি ভালো আছে। অস্ট্রেলিয়া ও ভারতে শিশুটির কোনো আত্মীয়ের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
ডব্লিউএইচও জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনস্বাস্থ্যগত তদন্তও শুরু হয়েছে।