শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত শতাধিক, মৃতের সংখ্যা বাড়ছে
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানায়।
১৫ মিনিট পর আরেকটি ভূমিকম্প (আফটার শক) আঘাত হানে। এটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।
তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৭৬ জন নিহত হয়েছেন। আহত কয়েক শ।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও হাসপাতাল সূত্র জানায়, দেশটিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত ২০০ জন।
ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন উভয় দেশে মানুষ ঘুমে ছিল।
ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা উভয় দেশের কর্মকর্তাদের।
কর্মকর্তারা বলছেন, অন্তত এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।
রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়।
তুরস্কে শক্তশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় ভুক্তভোগীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।