আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৭

ফাইল ছবি: এএফপি

আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। গতকাল শুক্রবার ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালায় বলে তালেবান সরকার জানিয়েছে। আইএস নিজেও এ হামলার দায় স্বীকার করেছে।

অবশ্য ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে সেখানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনা অনেকটা কমে এসেছে। যদিও আইএসের আঞ্চলিক গোষ্ঠীসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনো হুমকি হিসেবে রয়ে গেছে।

বাঘলান প্রদেশের রাজধানী পল-ই-খোরমির ইমাম জামান মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের সময় বিস্ফোরণটি ঘটে।

প্রাদেশিক তথ্য ও গণমাধ্যমপ্রধান মুস্তফা আসাদুল্লাহ হাশিমি এক বিবৃতিতে বলেন, আত্মঘাতী হামলায় ৭ শিয়া মুসল্লি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

এদিকে বাঘলান প্রাদেশিক হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় ১৯ জনের মরদেহ ও আহত অবস্থায় ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে। হতাহত অনেককে অন্যান্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, হাসপাতালের চারপাশের পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। প্রত্যেকেই নিজ পরিবারের প্রিয় মানুষটির খোঁজ করছেন। কিন্তু হাসপাতালে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে কূটনৈতিক মিশনে, মন্ত্রণালয়ের ভবনে হামলার পাশাপাশি দেশটিতে দুই প্রাদেশিক গভর্নরও নিহত হয়েছেন।