দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলফাইল ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে দ্রুত সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশটির সাংবিধানিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল। ইউনের বিরুদ্ধে দেশটিতে সামরিক আইন জারি করে জনগণের দুর্দশা বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে।

গতকাল শনিবার দেশটির পার্লামেন্টে ইউনকে অভিশংসন করার ভোট হয়। আজ রোববার দেশটির বিরোধী দলের নেতা লে জে মুং সাংবিধানিক আদালতের বিচারকদের কাছে ইউনকে সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে দেশটির কৌঁসুলিরা প্রেসিডেন্ট ইউনকে গতকাল ডেকে পাঠালেও তিনি আদালতে হাজির হননি। ইয়োনহাপ বার্তা সংস্থা প্রসিকিউশন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইউনকে আবার ডেকে পাঠানো হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু অন্তর্বর্তী নেতা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। তিনি গতকাল দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করার কথা বলেছেন।