ক্রিকেট খেলোয়াড়ের বেশে মালয়েশিয়ায় ‘প্রবেশের চেষ্টা’, ১৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ক্রিকেট খেলোয়াড় সেজে তাঁরা দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। সোমবার তাঁদের আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

মঙ্গলবার এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, ওই ব্যক্তিরা ক্রিকেট খেলোয়াড়দের ইউনিফর্ম পরে ছিলেন। একটি টুর্নামেন্টের আয়োজক সংস্থার চিঠি দেখিয়ে তাঁরা একেপিএসের সদস্যদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তদন্ত করে দেখা যায়, টুর্নামেন্টের আয়োজক সংস্থার ওই চিঠিটি ছিল ভুয়া।

আইন প্রয়োগকারী সংস্থাটির বিবৃতি অনুযায়ী, চিঠিতে বলা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তবে ওই সময়ে ক্রিকেটের কোনো আয়োজনের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ওই বাংলাদেশিরা একজনকে ‘স্পনসর’ হিসেবে দেখিয়েছিলেন। তবে তিনি বলেছেন, ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে তিনি কিছু জানেন না।

একেপিএস বলেছে, তদন্ত করে ওই বাংলাদেশিরা যে ক্রিকেট খেলোয়াড়—সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, তাঁরা কোনো চক্রের অংশ এবং অন্য কোনো উদ্দেশ্য নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে ক্রিকেটারের বেশ নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিবাসী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।