শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন সাজিথ
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। আজ মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। খবর কলম্বো গেজেটের।
সাজিথ প্রথমে টুইট করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি পার্লামেন্টকেও এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট পদে সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি ডালাস আলাহাপ্পেরুমাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।
আগামীকাল বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি হবে। তার আগে আজ প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী বাছাইয়ে পার্লামেন্ট বসে। এ সময় সাজিথ পার্লামেন্টকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
পার্লামেন্টকে সিদ্ধান্ত জানানোর আগে সাজিথ টুইট করে বলেন, তিনি তাঁর দেশকে ভালোবাসেন। তিনি তাঁর দেশের জনগণকে হৃদয়ে লালন করেন। দেশের বৃহত্তর কল্যাণে তিনি প্রেসিডেন্ট পদের নির্বাচনে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সাজিথ বলেন, তাঁর দল সমজি জনা বালাওয়েগার (এসজেবি), তাঁদের জোট ও বিরোধী অংশীদারেরা ডালাস আলাহাপ্পেরুমাকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।
আজ দেশটির পার্লামেন্টের পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনুরা কুমারা দেশনায়েক ও এমপি ডালাস আলাহাপ্পেরুমা প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।