সীমান্তে আইএসকে বরদাশত নয়: ইরান
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তাঁর দেশের সীমান্তে জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান বরদাশত করবেন না।
তাজিকিস্তান সফর শেষে রাইসি বলেছেন, সন্ত্রাসী সংগঠন ও আইএসকে আমাদের সীমান্তের পাশে ঘাঁটি গাড়তে এবং অন্যান্য দেশ ও অঞ্চলে আঘাত হানতে দেব না।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাইসি বলেন, আফগানিস্তানে আইএসের অবস্থান কেবল দেশটির জন্যই বিপজ্জনক নয়, তা এ অঞ্চলের জন্যও বিপজ্জনক।
মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির সেনাবাহিনীর ভঙ্গুর পরিস্থিতির সুযোগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
আফগানিস্তানের সঙ্গে ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের। ১৯৯৬ সালে তালেবান ক্ষমতায় থাকাকালে তাদের স্বীকৃতি দেয়নি ইরান। তবে এবারে ইরানের সুর অনেকটাই নরম।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের ভবিষ্যৎ সমাধানে তালেবানকে অবশ্যই অংশ নিতে হবে।
আফগানিস্তানের নতুন শাসকেরা পুরো তালেবান সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন, যাঁদের অধিকাংশই পশতু জাতিগোষ্ঠীর।
রাইসি গত শনিবার আফগানদের প্রতিনিধিত্বমূলক সরকারের আহ্বান জানিয়ে বলেছেন, কেবল একটি জাতিগোষ্ঠী বা রাজনৈতিক দল থেকে সরকার গঠন করলে আফগানিস্তানের সমস্যা সমাধান হবে না।