ট্রাম্পের বিকল্প ভেন্যুতে বিতর্কের প্রস্তাবে কমলার ‘না’

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

কমলা হ্যারিসকে এবিসি নিউজের স্টুডিওতে নয়, বরং ফক্স নিউজের স্টুডিওতে আগামী ৪ সেপ্টেম্বর সরাসরি নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যে প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছে কমলার নির্বাচনী শিবির।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজের স্টুডিওতে প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় সরাসরি নির্বাচনী বিতর্ক হওয়ার কথা রয়েছে। কিন্তু ট্রাম্প ওই বিতর্ক শুধু ভেন্যু পরিবর্তনই নয়, বরং সময়ও এগিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

কমলার নির্বাচনী শিবির থেকে এর জবাবে বলা হয়েছে, ট্রাম্প এবিসি স্টুডিওতে হতে চলা বিতর্ক ‘এড়িয়ে যেতে’ চাইছেন।

গত ২৭ জুন সিএনএনের আটলান্টা স্টুডিওতে এবারের প্রথম নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ট্রাম্প। সেদিন ট্রাম্পের কাছে রীতিমতো বিধ্বস্ত হন বাইডেন। এরপরই ডেমোক্রেটিক পার্টি থেকে তাঁর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সক্ষমতা নিয়ে জোর বিতর্ক শুরু হয় এবং শেষ পর্যন্ত নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বাধ্য হন তিনি।

ওই সময় ট্রাম্প ও বাইডেন ১০ সেপ্টেম্বর এবিসি নিউজের স্টুডিওতে দ্বিতীয় নির্বাচনী বিতর্কে অংশ নিতে একমত হয়েছিলেন।

এখন ট্রাম্প চাইছেন বিতর্ক সেখানে না হয়ে ফক্স নিউজের স্টুডিওতে হোক। ট্রাম্পের সমর্থকদের মধ্যে এই টেলিভিশন নেটওয়ার্কটি সবচেয়ে জনপ্রিয়।

বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি থেকে সামনে চলে আসেন তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা। আনুষ্ঠানিকভাবে এখনো দল থেকে কমলার প্রার্থিতা নিশ্চিত হয়নি। তবে গত শুক্রবারই তিনি দলীয় মনোনয়ন পেতে প্রয়োজনীয় ডেলিগেটের (প্রতিনিধি) সমর্থন পেয়ে গেছেন।

আরও পড়ুন

গতকাল শনিবার কমলা বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে তিনি লেখেন, ‘কীভাবে যেকোনো সময়, যেকোনো স্থান একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে পরিণত হয়। কী অদ্ভুত!’

‘আমি আগামী ১০ সেপ্টেম্বর সেখানে থাকব, যেমনটা তিনি (ট্রাম্প) রাজি হয়েছিলেন। আশা করি তাঁকে সেখানে দেখতে পাব।’

কমলার নির্বাচনী শিবিরের মুখপাত্র মাইকেল টাইলার বলেন, কী ঘটতে পারে, তা ভেবে ট্রাম্প ‘ভয় পাচ্ছেন’।

আরও পড়ুন

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল শনিবার ট্রাম্প লেখেন, কমলা হ্যারিস ‘এটা করতে ভয় পান’। তিনি বলেন, ‘আমি তাঁকে ৪ সেপ্টেম্বর দেখতে চাই অথবা, আমি তাঁকে আর দেখতেই চাই না।’

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, বাইডেন আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেই। তাই এবিসিতে যে বিতর্ক হওয়ার কথা ছিল, সেটা তো ‘বাতিল’ হয়ে গেছে। বাইডেন নিজে এবিসি নিউজের বিতর্ক কেমন হবে, তার নিয়মকানুন ঠিক করেছিলেন।

এবিসি নিউজ থেকে গত ২৬ জুলাই কীভাবে বিতর্ক হবে, তা জানিয়ে দেওয়া হয়।  তবে তখন কোন কোন প্রার্থী বিতর্ক অংশ নেবেন, তা জানানো হয়নি।

আরও পড়ুন

ভোট নিয়ে সাম্প্রতিক জনমত জরিপে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যেখানে বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কের পর অনেকটা এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প।

এবিসি নিউজের বিতর্ক থেকে ট্রাম্প নিজেকে সরিয়ে নেবেন কি না, সে বিষয়ে কোনো কথা বলতে চান না এই টেলিভিশন নেটওয়ার্কটির একজন মুখপাত্র।

ফক্স নিউজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুন