নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৪০
নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪০ জন গ্রামবাসী নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। চলতি সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বেশ কিছু হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে এসব বন্দুকধারীরা ‘দস্যু’ হিসেবে পরিচিত। তবে হতাহতের সংখ্যা নিয়ে নাইজেরিয়া সরকারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপি অন্তত চারজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে এ প্রতিবেদন করেছে। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্দুকধারীদের তৎপরতা বেড়েছে। গত বুধবার নাইজেরীয় সরকার এসব দস্যুদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়।
দস্যুদের তৎপরতা বেশি এমন একটি রাজ্য জামফারা। সেখানকার এক স্থানীয় নেতা বালারাবি আল হাজি বলেন, দস্যুদের হামলায় নিহত সর্বমোট ১৪৩ জনকে সমাহিত করা হয়েছে।
স্থানীয়রা বলেছেন, গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আঙ্কা এবং বুককুউ জেলার অন্তত ১০টি গ্রামে তাণ্ডব চালায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা। এ সময় তাঁরা স্থানীয় লোকজনের ওপর গুলিবর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
কুরফা দনিয়া গ্রামের বাবানদি হামিদু নামের এক ব্যক্তি বলেন, সন্ত্রাসীরা গ্রামে ঢুকে যাকে সামনে পেয়েছে তাকেই গুলি করেছে। তিনি আরও বলেন, ১০টি গ্রামের অন্তত ১৪০ জনেরও বেশি নিহত মানুষকে সমাহিত করা হয়েছে। অনেকেই নিখোঁজ থাকায় এখনো তল্লাশি চলছে। ওই গ্রামের আরেক বাসিন্দা ইদি মুসা বলেন, ‘বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। ডাকাতদের হামলায় নিহত প্রায় ১৫০ জনের লাশ আমরা শনাক্ত করেছি।’