নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫০, নিখোঁজ অনেকে
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রান শহরে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়েছেন। রোববারের এ হামলার পর নিখোঁজ রয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও বর্নো রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে সশস্ত্র তৎপরতা চলছে। তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় সাড়ে তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।
গত রোববার বর্নো রাজ্যে হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। নাইজেরিয়ার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার বাসিক ওনিমা নোয়াচুকু তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
আরন টম নামের স্থানীয় এক কৃষক বলেন, ‘খামারে কাজ করার সময় আমাদের নির্দোষ মানুষদের হত্যা করা হয়েছে। এ নিয়ে আমরা সবাই কষ্টে আছি। রানে আমরা ৫০ জনকে সমাহিত করেছি। তাঁরা বর্ষা মৌসুম শুরুর হওয়ার আগেই নিজেদের জমি পরিষ্কার করতে গিয়েছিলেন।
অন্যরা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।’ আকিদ মুহাম্মদ নামের এক কৃষক হামলার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘অস্ত্র ও চাপাতি নিয়ে বিপুলসংখ্যক বোকো হারাম সদস্য মোটরসাইকেলে করে এসে খামারে কাজ করা পুরুষ সদস্যদের ঘিরে ফেলে। তাঁদের জিম্মি করা হয়। এরপর একে একে হত্যা করা হয় তাঁদের।’
আকিদ আরও বলেন, ‘তাঁদের একটি দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় এবং হত্যা করা হয়। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখনো অনেকে নিখোঁজ।’ আকিদ জানান, তাঁর চাচাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।