দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ৩৩৭

দক্ষিণ আফ্রিকায় সহিংসতার ঘটনায় অনেক ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকায় এ মাসের দাঙ্গায় নিহতের সংখ্যা ৩৩৭ জন ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে সরকারি হিসাব অনুযায়ী, দাঙ্গায় নিহতের সংখ্যা ছিল ২৭৬ জন। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভবন থেকে খুমবুজো নামের একজন মন্ত্রী বলেছেন, পুলিশ দাঙ্গায় নিহতের সংখ্যায় সংশোধনী এনেছে। নতুন হিসাব অনুযায়ী, সহিংসতায় দেশটির গুয়েটাং প্রদেশে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে ২৫৮ জন নিহত হয়েছেন।

খুমবুজো আরও জানিয়েছেন, দাঙ্গা চলার সময় অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের অনেকেই মারা গেছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়েছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা কারাগারে যাওয়ার পর থেকে সেখানে ব্যাপক লুটপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনী গুলি চালায়। জ্যাকব জুমার নিজ প্রদেশ কোয়াজুলু নাটাল এবং গুয়েটাং থেকে দাঙ্গা শুরু হয়।

জনবহুল এই দুই প্রদেশে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করে। দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস বিক্ষোভ পূর্বপরিকল্পিত বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসা। তিনি বলেছেন, এটা গণতন্ত্রের ওপর হামলা। ১৫ মাসের কারাদণ্ডাদেশ পাওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জ্যাকব জুমা।

পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমাকে এই কারাদণ্ড দেন আদালত। ওই ঘটনার পর তাঁর নিজ প্রদেশ কোয়াজুলু নাটালে বিক্ষোভের সূত্রপাত হয়।

প্রসঙ্গত, ১৫ মাসের কারাবাস শুরুর পর বৃহস্পতিবার ভাইয়ের জানাজায় অংশ নিতে জুমা কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।