কঙ্গোয় বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৩
আফ্রিকার দেশে কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে এ কথা জানানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা অ্যান্টনে পুলুলু বলেন, শনিবার রাতে কঙ্গোর পশ্চিমাঞ্চলে কিবুবা এলাকার অদূরে জাতীয় মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনে পুড়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের আরেকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অনেকেরই দেহ এমনভাবে পুড়ে গেছে যে কিছুই অবশিষ্ট ছিল না। তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিছু দেহাবশেষ পাওয়া গেছে, সেগুলো উদ্ধার করে শেষকৃত্য সোমবার সম্পন্ন করা হয়েছে।
কঙ্গোতে প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। দেশটির সড়কগুলোতে বিপুলসংখ্যক পুরোনো যানবাহন চলে। প্রায়ই এসব যানবাহনের ফিটনেস থাকে না। কোনো কোনো এলাকায় সড়কের অবস্থাও বেহাল।
এর আগে ২০১৮ সালের অক্টোবরে কিনশাসার প্রধান সড়কে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৫৩ জন নিহত হন। ২০১০ সালে তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৩০ জনের প্রাণহানি ঘটে।