সোমালিয়ার হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে বন্দুকধারীরা, নিহত ১২
দুটি গাড়িবোমা হামলা ও গোলাগুলির পর সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় একটি হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে হামলাকারীরা। এতে ১২ জন নিহত হয়েছেন। খবর এএফপি ও আল-জাজিরার।
মোগাদিসুর আমিন অ্যাম্বুলেন্স পরিষেবার পরিচালক ও প্রতিষ্ঠাতা আবদিকাদির আবদিরহমান গতকাল শুক্রবার দিন শেষে বলেন, হতাহত ব্যক্তিদের সরিয়ে আনা হয়েছে।
আহমেদ নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। প্রথম হামলাটি চালানো হয় হোটেলের নিরাপত্তাচৌকিতে আর পরের হামলা চালানো হয় হোটেলের ফটকে। যোদ্ধারা হোটেলের ভেতরের অবস্থান করছে বলে আমাদের ধারণা।’
নাম প্রকাশে অনিচ্ছুক দুই গোয়েন্দা কর্মকর্তাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণবিষয়ক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, আল-কায়েদার অনুসারী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।
নিরাপত্তা কর্মকর্তা আবদুকাদির হাসান বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনী ও ভবনের ভেতরে থাকা বন্দুকধারীদের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে হতাহত হওয়ার ঘটনা আছে। ভবনের ভেতর আটকে পড়া শত্রুদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।’
মোগাদিসুর ওই এলাকায় কয়েকটি হোটেল রয়েছে। এসব হোটেলের মধ্যে হায়াত জনপ্রিয়। এ হোটেলে সরকারি কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত রয়েছে।
সোমালি সরকারকে উৎখাতে ১০ বছরের বেশি সময় ধরে লড়াই চালিয়ে আসছে আল-শাবাব। ইসলামি আইনের কঠিন সংস্করণের ভিত্তিতে নিজস্ব আইন চালু করতে চায় তারা।
পুলিশের এক মুখপাত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি টুইটারে বলেছে, হামলা বন্ধে অভিযান চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বার্তা সংস্থাটির পোস্ট করা ছবিতে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।