দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট মূত্রত্যাগে পোশাক ভিজিয়ে ফেললেন, ছবি তোলায় আটক সাংবাদিক

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির

সরকারি এক অনুষ্ঠানে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় মূত্রত্যাগে পোশাক ভিজিয়ে ফেলেছিলেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। এ ঘটনার দৃশ্য ধারণ করেছিলেন সাংবাদিকেরা। সে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এর দায়ে ছয় সাংবাদিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ সুদানের গণমাধ্যমকর্মীদের সংগঠন জাতীয় সাংবাদিক ইউনিয়ন ছয় সাংবাদিকের আটকের তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সালভা কির একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আছেন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন তিনি। এ সময় হঠাৎ তাঁর পরনের পোশাক ভিজে যায়। এ দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। তবে ভিডিওটি কোনো টেলিভিশনে প্রচারিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দক্ষিণ সুদানের সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্যাট্রিক ওয়েট বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল দক্ষিণ সুদান ব্রডকাস্টিং করপোরেশনে কাজ করা সাংবাদিকদের গত মঙ্গল ও বুধবার আটক করা হয়েছে।

প্যাট্রিক ওয়েট বলেন, গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন ক্যামেরা অপারেটর জোসেফ অলিভার ও মোস্তফা ওসমান। ভিডিও সম্পাদক ভিক্টর লাডো, প্রদায়ক জ্যাকব বেঞ্জামিন এবং বার্তা কক্ষের চেরবেক রুবেন ও জোভাল টুম্বে। তিনি শুক্রবার বলেন, ‘আমরা উদ্বিগ্ন। কারণ, যাঁরা এখন আটক হয়েছেন, তাঁরা আইন যা বলে তার চেয়ে বেশি সময় ধরে আটক আছেন।’ আইন অনুযায়ী, আটক সন্দেহভাজন ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্য বিচারকের সামনে নিতে হবে।

২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হয়। এর পর থেকে কির প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় খবর ছড়িয়ে পড়ে যে তিনি অসুস্থ। সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। দেশটি এক দশকের বেশির সময় ধরেই নানা সমস্যায় জর্জরিত।