কলেরার প্রকোপ থেকে বাঁচতে এলাকা ছাড়তে গিয়ে ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে একটি ফেরি ডুবে ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানান, দেশটির নামপুলা প্রদেশে এ দুর্ঘটনার সময় ফেরিটিতে প্রায় ১৩০ জন আরোহী ছিলেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নামপুলার প্রাদেশিক মন্ত্রী জেইমি নেতো বলেন, কলেরার প্রকোপ থেকে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছিলেন ফেরির আরোহীরা। নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সৈকতে মরদেহ সারি করে রাখা হয়েছে।
ফেরিটি লুঙ্গা থেকে নামপুলা উপকূল হয়ে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল।
মোজাম্বিকের নামপুলা প্রদেশে কলেরা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বেশ কয়েকটি দেশে কলেরার প্রকোপ দেখা গেছে।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২৫ বছরের মধ্যে কলেরার সবচেয়ে বাজে পরিস্থিতি দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরের পর থেকে মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ মানুষের কলেরা হয়েছে। এ সময় দেশটিতে কলেরায় মারা গেছেন ৩০ জন।