ক্যামেরুনের প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কথা বলা নিষেধ
ক্যামেরুনের ৯১ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট দীর্ঘদিন জনসমক্ষে না আসায় তিনি অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়েছে।
এক সপ্তাহ আগে দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত সফরে সুইজারল্যান্ডে গেছেন তিনি। তাঁর স্বাস্থ্য ভালো আছে। তিনি অসুস্থ বলে গণমাধ্যমে যে খবর এসেছে, তা কল্পনাপ্রসূত।
এর মধ্যে গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পল আতাঙ্গা এনজেই আঞ্চলিক গভর্নরকে নির্দেশ দেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে আলোচনা রাষ্ট্রীয় নিরাপত্তার লঙ্ঘন। এ নিয়ে গণমাধ্যমে যেকোনো বিতর্ক নিষিদ্ধ। এ আদেশ অমান্য করা হলে আইনের মুখোমুখি হতে হবে। এ–সংক্রান্ত কোনো আলোচনা যাতে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে না হয়, তা পর্যবেক্ষণে কমিটি গঠন করতে বলেন তিনি।
কোকোয়া ও তেল উৎপাদনকারী মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের ১৯৬০ সালে ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছ তেকে স্বাধীনতার পর থেকে সেখানে মাত্র দুজন প্রেসিডেন্ট হয়েছেন। বিয়া দায়িত্ব পালন করতে না পারলে বা মারা গেলে দেশটিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে সংকট দেখা দিতে পারে। তবে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে আলোচনায় বিধিনিষেধের এ ঘটনাকে রাষ্ট্র কর্তৃক সেন্সরশিপ বলে সমালোচনা করা হচ্ছে।